মনরোর দুল নিলামে

নিলামে ১ লাখ ৮৫ হাজার ডলারে বিক্রি হয়েছে প্রয়াত অভিনেত্রী মেরিলিন মনরোর ব্যবহৃত একজোড়া কানের দুল।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 11:04 AM
Updated : 16 April 2014, 11:04 AM

জুলিয়েন অকশনস কোম্পানি ১৩ এপ্রিল এক বিবৃতিতে জানায়, ১৯৫৫ সালে ‘দ্য রোজ ট্যাটু’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এই কানের দুলটি পরেছিলেন মনরো। আরও বেশ কয়েকটি জায়গায় তাকে এই দুল পরতে দেখা গেছে।

১১ এবং ১২ এপ্রিল অনুষ্ঠিত দুদিনের এই নিলাম হয়েছিল বেভারলি হিলসে।

এই কানের দুলজোড়ার সঙ্গে সেদিন নিলামে উঠেছে ‘লর্ড অফ দ্য রিংস’ সিনেমায় ব্যবহৃত একটি বিশেষ কোদাল।

এ বিষয়ে জুলিয়েন জানায়, ঐ কোদালটি তাদের কোম্পানিকে উপহার হিসেবে দিয়েছেন অভিনেতা জন রেইস-ডেভিস। যিনি ‘লর্ড অফ দ্য রিংস’এ গিমলি চরিত্রে অভিনয় করেছেন এবং এই কোদালটি ব্যবহার করেছেন।

সেদিন নিলামে উঠেছে অভিনেতা ব্রুস লির ব্যবহৃত একজোড়া জুতো, যা তিনি ‘গেইম অফ ডেথ’ সিনেমায় ব্যবহার করেছিলেন। আরও ছিল অভিনেত্রী জুডি গারল্যান্ডের একটি পোশাক, যা ‘উইজার্ড অফ অজ’ সিনেমার জন্য পরেছিলেন তিনি।

পঞ্চাশ দশকের জনপ্রিয় অভিনেত্রী মেরিলিন মনরোকে বলা হয় সর্বকালের সেরা আবেদনময়ী নারী।

১৯ বছর বয়সে ক্যারিয়ার শুরু করে খুব দ্রুত খ্যাতির শিখরে পৌঁছান এই অভিনেত্রী।

‘জেন্টেলমেন প্রেফার ব্লন্ডস’, ‘দ্য সেভেন ইয়ার ইচ’, ‘রিভার অফ নো রিটার্ন’এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৬২ সালে ৩৬ বছর বয়সে আত্মহত্যা করেন মনরো।