প্রত্নতত্ত্ববিদ ব্ল্যানচেট

নতুন সিনেমা ‘দ্য ডিগ’-এ ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদের চরিত্রে অভিনয় করতে পারেন অস্কারজয়ী অভিনেত্রী কেইট ব্ল্যানচেট।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2014, 10:24 AM
Updated : 10 April 2014, 10:24 AM

স্ক্রিনডেইলি ডট কম জানিয়েছে, সিনেমায় ব্রিটেনের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ এডিথ প্রিটির ভূমিকায় অভিনয় করতে পারেন ব্ল্যানচেট।

১৯৩৮-৩৯ সালে ব্রিটেনের উডব্রিজ এলাকায় ‘সাটন হু’ নামে এক প্রাচীন কবরস্থান আবিষ্কার করেছিলেন তিনি।

নিজের মালিকানাধীন জমিতে এই বড় ধরনের প্রতœতত্ত¡ নিদর্শনের সন্ধান পেয়েছিলেন প্রিটি।

বলা হয়, ব্রিটেনের প্রাচীন অধিবাসী ‘অ্যাংলো স্যাক্সন’দের কবর ছিল ‘সাটন হু’।

ড্যানিশ পরিচালক সুজান বিয়ার পরিচালনা করবেন এই সিনেমা। এর আগে তিনি পরিচালনা করেছেন ‘থিংস উই লস্ট অন ফায়ার’এর মতো ড্রামা ধাঁচের সিনেমা।

‘দ্য ডিগ’-এর কাহিনি নেওয়া হবে জন প্রেস্টনের উপন্যাস থেকে, চিত্রনাট্য লিখবেন ‘টামারা ড্রু’-খ্যাত ব্রিটিশ চিত্রনাট্যকার ময়রা বাফিনি।

সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকবে ক্লার্কেনওয়েল ফিল্মস এবং বিবিসি ফিল্মস।

৪৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রী ব্ল্যানচেট এ বছর অস্কার পেয়েছেন ‘ব্লু জেসমিন’ সিনেমায় অভিনয়ের জন্য। ২২ বছরের ক্যারিয়ারে সেরা অভিনেত্রী হিসেবে এই প্রথম অস্কার পেলেন তিনি।

চলতি বছর সিনেমা পর্দায় নিয়মিত থাকবেন ব্ল্যানচেট। ইতোমধ্যেই মুক্তি পেয়েছে তার সিনেমা ‘দ্য মনুমেন্টস মেন’, জর্জ ক্লুনি এবং ম্যাট ডেমনের সঙ্গে এতে অভিনয় করেছেন তিনি।

আসছে দিনগুলোতে মুক্তি পাবে তার দুটি অ্যানিমেটেড মুভি-- ‘হাও টু ট্রেইন ইয়োর ড্রাগন টু’ এবং ‘দ্য হবিট: দেয়ার অ্যান্ড ব্যাক এগেইন’। এই সিনেমা দুটিতে কণ্ঠ দিয়েছেন ব্ল্যানচেট।