দায়িত্ববোধ বাড়ল: জয়া

টানা দ্বিতীয়বার সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন জেনে দারুণ উচ্ছ্বসিত জয়া আহসান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনয়ের প্রতি তার দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তিনি।

জয়ন্ত সাহাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2014, 09:02 AM
Updated : 8 Feb 2014, 03:23 PM

রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য ২০১২ সালের জাতীয় পুরস্কার পাচ্ছেন তিনি।

জয়া গ্লিটজকে বলেন, “এ পুরস্কারের বড় অংশীদার আমার দর্শক। তাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা না পেলে আমি হয়তো আজকের জয়া হতাম না। এবারের পুরস্কার তাদের প্রতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।”

জয়া এখন অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ সিনেমার কাজ করছেন। অভিনেতা মাহফুজের বিপরীতে সোনিয়া নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করছেন।

তিনি বলেন, ইতোমধ্যে বেশকটি সিনেমার প্রস্তাব এসেছে। তবে সিনেমার গল্প, চরিত্র ও নির্মাতা পছন্দ হয়নি বলে সেসব সিনেমা ফিরিয়ে দিয়েছেন। আর যে কয়টির চিত্রনাট্য ভালো লেগেছে সেগুলোর ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

‘আবর্তে’র পর কলকাতার বেশ ক’জন প্রযোজক ও পরিচালক তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন বলে জানান জয়া।

এখনও গল্প বাছাইয়ের কাজ চলছে।

অন্যদিকে টিভিনাটকে অভিনয়ের ব্যাপারে জয়া এখনও আগের সিদ্ধান্তেই অটল।

জয়া বলেন, “নাটকে অভিনয় করব না, এমন নয়। মনের মতো চরিত্র পাচ্ছি না বলে টিভিনাটকে কাজ করছি না।”

জয়া আহসান এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’, নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, তানিম নূরের ‘ফিরে এসো বেহুলা’, নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’, রেদওয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’, সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ সিনেমায় অভিনয় করেন।