একশ কোটির পথে ‘টয়লেট : এক প্রেম কথা’

অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট : এক প্রেম কথা’ মুক্তির পাঁচদিনে বক্স অফিস থেকে আয় করেছে ৮৩ কোটি ৪৫ লাখ রুপি। দ্রুতই সিনেমাটি অক্ষয়ের চলতি বছরের শতকোটি রুপি আয়ের সিনেমা ‘জলি এল এলবি টু’কেও অতিক্রম করবে বলে আশা করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকরা ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 04:17 PM
Updated : 16 August 2017, 04:17 PM

প্রথমে মোটামুটি ব্যবসা করলেও ভারতের স্বাধীনতা দিবসে এক ধাক্কায় বেড়ে যায় সিনেমাটির টিকিট বিক্রি।

অনেকেই বলছেন বলিউডে বক্স অফিসের দীর্ঘদিনের খরা কাটিয়ে ‘টয়লেট : এক প্রেম কথা’ স্বস্তির সুবাতাস এনে দিয়েছে।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে নিশ্চিত করেছেন এই তথ্য। তিনি লিখেছেন, “ ‘টয়লেট এক প্রেম কথা’ লম্বা রেইসের ঘোড়া। স্বধীনতা দিবসে দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। আশি কোটি রুপি পার করে ফেলেছে, দ্রুতই এগিয়ে যাচ্ছে একশ’ কোটি রুপির দিকে।”

চলতি বছরে মুক্তি পাবে রজনীকান্তের সঙ্গে অক্ষয় কুমারের সিনেমা ‘টু পয়েন্ট জিরো’। এছাড়াও তিনি এখন ব্যস্ত ‘গোল্ড’ ও ‘প্যাডম্যান’ নামের আরও দুটি সিনেমায়।