শুক্রবার শুরু ‘সেলিম আল দীন উৎসব’

নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৮তম জন্মদিন উপলক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ছয় দিনব্যাপী ‘সেলিম আল দীন উৎসব’। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 11:35 AM
Updated : 16 August 2017, 11:35 AM
বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলনে উৎসবের নানা আয়োজন সম্পর্কে জানান এর আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে উৎসব। এরপর দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেল ৪টায় নাট্যশালার লবিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

সন্ধ্যা সাড়ে ৭টায় নাট্যশালার মূলমঞ্চে ঢাকা থিয়েটারের আয়োজনে থাকবে সেলিম আল দীন রচিত নাটক ‘ধাবমান’। 

রোববার সন্ধ্যা ৭টায় নাট্যশালার মূলমঞ্চে কুষ্টিয়ার বোধন থিয়েটারের পরিবেশনা ‌‘চন্দ্রাবতী কথা’ ও স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গলোকের পরিবেশনা ‘রূপচান সুন্দরীর পালা’ দেখানো হবে।

সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা থিয়েটারের সেলিম আল দীনের নাটক ‘নিমজ্জন’ দেখানো হবে নাট্যশালার মূলমঞ্চে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের পরিবেশনা ‘স্বপ্ন রমণীগণ’ দেখানো হবে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাট্যশালার মূল মঞ্চে। 

বুধবার সন্ধ্যা ৭টায় মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘নীলাখ্যান’ দিয়ে নাট্যশালার মূলমঞ্চে শেষ হবে উৎসব। 

ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ‘ভোর হল’ এর সম্মিলিত আয়োজনে উৎসবটি হতে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। 

সংবাদ সম্মেলনে ঢাকা থিয়েটারের কর্মীরা উপস্থিত ছিলেন।