অপরাধ বিষয়ক ধারাবাহিক ‘সময়ের গল্প’ 

আরটিভিতে শুরু হচ্ছে অপরাধ বিষয়ক নতুন ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’।  

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2017, 02:30 PM
Updated : 15 August 2017, 02:30 PM

ছোটপর্দার নির্মাতা তপু খানের সার্বিক তত্তাবধানে ও পরিচালনায় শুরু হচ্ছে ভিন্নধর্মী ধারাবাহিক নাটক ‘সময়ের গল্প’। নাটকটির প্রতি পর্বে দেখানো হবেনানা ধরণের অপরাধ, রহস্য ও এর সমাধানের গল্প। ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে আসছে ১৬ অগাস্ট থেকে। 

প্রথম পর্বটি পরিচালনা করেছেন তপু খান। পর্বটির চিত্রনাট্য লিখেছেন ওমর ফারুক। এতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান, আশরাফুল আশীষ,নুসরাত জান্নাত রুহি, পান্থ আফজাল, রহমান আজাদ, নাজমুল, আল আমিনসহ আরো অনেকে।

পরিচালক বলেন,“নাটকটির পর্ব পরিচালনা পর্ষদে থাকবেন বেশ কয়েকজন মেধাবী নির্মাতা। প্রতিটি পর্বের ঘটনার চিত্রনাট্য তৈরি করবেন ভিন্ন ভিন্নচিত্রনাট্যকার। প্রতিটি পর্বেই থাকবেন ভিন্ন ভিন্ন অভিনয়শিল্পী। এতে করে বৈচিত্র থাকবে প্রতিটি পর্বেই। জনগনের সচেতনতা বৃদ্ধি ও মানুষের সামাজিকমূল্যবোধের জাগরণ ঘটানোই এই নাটকটির মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, প্রতি বুধবার রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে ধারাবাহিক নাটকটি প্রচার হবে।