‘টার্মিনেটর’কে নতুনভাবে গড়তে চান ক্যামেরন

নির্মাতা জেমস ক্যামেরন চাইছেন নতুনভাবে তার ‘টার্মিনেটর’ ট্রিলজিকে পর্দায় ফিরিয়ে আনতে। তবে দর্শক চাহিদা থাকলেই ফের এই পথে হাঁটবেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 01:45 PM
Updated : 27 July 2017, 01:45 PM

অতিসম্প্রতি নিজের ক্যারিয়ারের প্রথম বড় হিট ‘টার্মিনেটর’-এর কিছু স্বত্ত্ব নিজের কাছে ফিরে পেয়েছেন ক্যামেরন। এখন চাইছেন নতুনভাবে ঢেলে সাজিয়ে এই সিরিজটিকে পুনর্জন্ম দানের।

আইএএনএস বলছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি ডেভিড এলিসনের সঙ্গে আলোচনা করছি এ ব্যাপারে। তিনি হলেন ‘টার্মিনেটর’ সিরিজটির সমস্ত সত্ত্বের মালিক। তবে আগামী দেড় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের আওতায় এর স্বত্ত্ব আমার কাছে ফিরে আসবে এবং তখন এটিকে নিয়ে আমরা কী করবো, সে ব্যাপারে আমরা বারবার আলোচনায় বসছি।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমরা একে ঢেলে সাজিয়ে নতুন তিনটি সিনেমা তৈরির কথা ভাবছি।”

তবে নতুন ‘টার্মিনেটর’ ট্রিলজির ভবিষ্যতৎ কয়েকটি প্রশ্নের জালে আটকা পড়ে আছে বলেও জানালেন এই ‘অ্যাভাটার’ নির্মাতা।

“প্রশ্ন হলো, এই ফ্র্যাঞ্চাইজিটির আয়ু কি ফুরিয়ে গেছে, নাকি একে নতুনভাবে আবার তৈরি করা যায়? ওই সময়ে যা কল্পবিজ্ঞান ছিল, আজকের দুনিয়ায় তার অনেকটাই বাস্তব। এমন এক দুনিয়ায় এখন আমরা থাকি যেখানে আমরা ড্রোনের নজরবন্দী । কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান ঘটছে দ্রুতই। এখন কি আর এই সিনেমা দর্শক দেখতে চাইবে?” বলেন তিনি।

১৯৮৪ সালে মাত্র ৬০ লাখ ডলার বাজেটের ‘টার্মিনেটর’ বানিয়ে প্রায় আট কোটি ডলারের ব্যবসা করেছিলেন ক্যামেরন। ১৯৯১ সালের ‘টার্মিনেটর টু : দ্য জাজমেন্ট ডে’র পরিচালনাও করেন তিনি। এই সিরিজের মাধ্যমেই মহাতারকায় পরিণত হন অভিনেতা আর্নল্ড শেয়ার্জনেগার।

পরবর্তীতে এই সিরিজের অধিনে আরও মুক্তি পায় ‘টার্মিনেটর থ্রি : রাইজ অফ দ্য মেশিনস’, ‘টার্মিনেটর স্যালভেশন’ ও ‘টার্মিনেটর জেনেসিস’। তবে এর একটিও ক্যামেরন পরিচালনা করেননি।