‘আলতাবানু’ নিয়ে মিলন-মম’র ১৯দিন

‘আলতাবানু’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় ফের জুটি হলেন মিলন-মম ।ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এ চলচ্চিত্রটি পরিচালনা করেন রকিবুল আলম রকিব।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 11:26 AM
Updated : 23 July 2017, 11:26 AM

‘রাজনীতি’ চলচচ্চিত্রে প্রশংসা কুড়িয়েছেন মিলন, অন্যদিকে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রের পর বড়পর্দায় ফের চমক নিয়ে ফিরতে চাইছেন মম।

দীর্ঘদিন ছোটপর্দা ও বড়পর্দায় একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় এ দুই তারকা। এবার তাদের নতুন মিশন ‘আলতাবানু’। অরুণ চৌধুরীর পরিচালনায় টানা ১৯দিন শুটিং করে এলেন তারা দুজন। গ্রামীন প্রেক্ষাপটের চলচ্চিত্রটির চিত্রায়ন মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে।

চলচ্চিত্রটি প্রসঙ্গে গ্লিটজকে মিলন বলেন, “চলচ্চিত্রটিতে গ্রামীণ যুবক চরিত্রে অভিনয় করেছি আমি। মা-বাবার বাধ্য সন্তান। পাত্রী না দেখেই বিয়ে করতে রাজী হই। কিন্তু পাত্রীকে নিয়ে কিছু গ্রামীন কুসংস্কার ছড়িয়ে পড়লে হঠাৎ হলুদের দিনই ভেঙে যায় সেই বিয়ে। মেয়ের নাম আলতা। এ চরিত্রেই অভিনয় করেছে মম। বিয়ে ভেঙে যাওয়ার পর কষ্ট পাই আমি। আলতাকে গোপনে দেখি। তার জীবনে গোপনে ভূমিকা রাখি। এভাবেই নানা চমকে এগিয়েছে ছবির গল্প।”

মম’র সঙ্গে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন,“মম’র সঙ্গে এটি আমার তৃতীয় ছবি। সামনেই আমাদের তানিম রহমান অংশুর পরিচালিত ‘স্বপ্নবাড়ি’ চলচ্চিত্রটি মুক্তি পাবে। দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমাদের। বন্ধুত্বটাও তাই অন্যরকম। ‘আলতাবানু’ ছবিতে সে ক্যামিস্ট্রিটা ধরা পড়বে আশা করি।”

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এ চলচ্চিত্রটিতে আলতা চরিত্রে মম এবং বানু চরিত্রে অভিনয় করেছেন ফারজানা রিক্তা। ছবিতে মিলন, মম ছাড়াও অভিনয় করছেন সাবেরি আলম, শামিমা নাজনীন, আহসানুল হকও রাইসুল ইসলাম আসাদ।

প্রসঙ্গত, এর আগে মিলন-মম অভিনীত ‘প্রেম করবো তোমার সাথে’ ছবিটি মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন রকিবুল আলম রকিব।