শিল্পী লাকী আখান্দকে নাগরিক শ্রদ্ধা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে ২২ জুলাই  অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 01:47 PM
Updated : 20 July 2017, 01:47 PM

দীর্ঘদিন মারণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে গত ২১ এপ্রিল প্রিয় ভুবন ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান লাকী আখান্দ। জনপ্রিয় এ শিল্পীর মৃত্যুতে শোকে ভেসেছেন তার ভক্তরা। এবার তাকে স্মরণ করবে নাগরিক সমাজ। প্রিয় শিল্পীর সৃষ্টি ও কর্ম নিয়ে কথা বলবেন তার দীর্ঘদিনের পথ চলার সঙ্গী ও সুরের সারথীরা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২২ জুলাই একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শিল্পী লাকী আখান্দকে নাগরিক শ্রদ্ধা’ শীর্ষক এ আয়োজন। বিষয়টি বৃহস্পতিবার দুপুরের এক মুঠোবার্তায় তথ্যটি জানান, লাকী আখান্দের ঘনিষ্ঠজন ও অন্যতম আয়োজক এরশাদুল হক টিংকু।

তিনি জানান, অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী, সংগীতশিল্পী ও সংগঠক হামিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশিত হবে লাকী আখান্দের ওপর নির্মিত ভিডিওচিত্র, তার সুরারোপিত শেষ গানের মিউজিক ভিডিওসহ শিল্পীর জনপ্রিয় তিন গান।

সত্তরের ও আশির দশকে বাংলাদেশের গানের জগতে  আধুনিকতার ছোঁয়া নিয়ে আসেন লাকী আখান্দ। এই নীল মনিহার, আগে যদি জানতাম, নীলা, আমায় ডেকোনাসহ এমনি অসংখ্য গান ও সুরের মায়াজাল তিনি সৃষ্টি করেছেন। প্রায় আড়াই হাজার গানে সুরারোপ করেন তিনি। ১৯৮০ সালে সালাহউদ্দীন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’ ছবির সংগীত পরিচালনার মাধ্যমে তিনি পালটে দিয়েছিলেন চলচ্চিত্রের গানের ধারা। ‘ঘুড্ডি’ ছবির ‘ঘুম ঘুম চোখে’, ‘সখী চল না’, ‘যেমন নদীর বুকে নাও ভাইসা চলে’ এবং  ‘আবার এলো যে সন্ধ্যা’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। মৃত্যুর আগ পর্যন্ত সুরে মগ্ন এ শিল্পী রেখে গেছেন সাড়ে চারশোরও বেশি অপ্রকাশিত গান।