নরেন্দ্র মোদী’র চরিত্রে অক্ষয়?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্রের জন্য অক্ষয় কুমারকেই উপযুক্ত বলে মনে করছেন দেশটির সেন্সর বোর্ড প্রধান পহলাজ নিহালানী।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 12:42 PM
Updated : 22 June 2017, 12:42 PM

ক’দিন আগেই ‘রুস্তম’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন অক্ষয় কুমার। সামনেই মুক্তি পাচ্ছে অক্ষয় অভিনীত রাষ্ট্রীয় অনুদানে নির্মিত ‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমাটি। এছাড়াও সোনম কাপুরের বিপরীতে ‘প্যাডম্যান’ সিনেমাতেও দেখা যাবে তাকে। সম্প্রতি শোনা গেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনীতেও অভিনয় করতে যাচ্ছেন তিনি।

ডিএনএ পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে ভারতের সেন্সর বোর্ড প্রধান পহলাজ নিহালানী বলেন, “নরেন্দ্র মোদীর চরিত্রের জন্য অক্ষয় সবেচেয়ে উপযুক্ত। তিনি এমন একজন তারকা যিনি ভারতের প্রধানমন্ত্রীর মতো একটি ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। তাছাড়া ব্যক্তিগত জীবনে মোদীর মতোই অক্ষয়ও নিম্নবিত্ত পরিবারে জন্ম নিয়েছেন এবং নিজের যোগ্যতায় আজকের অবস্থানে এসেছেন। কাজেই সব দিক থেকে অক্ষয়ই মোদীর চরিত্র সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে বলে আমার বিশ্বাস।”

১১ আগস্ট মুক্তি পাবে অক্ষয়ের নতুন সিনেমা ‘টয়লেট: এক প্রেমকথা’।