সমীরের সংগীতায়োজনে ৬ কণ্ঠে ‘কখনো বলিনি’

বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে প্রকাশিত হতে যাচ্ছে নতুন মিশ্র অ্যালবাম সমীর ফিচারিং ‘কখনো বলিনি’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2017, 01:52 PM
Updated : 15 April 2017, 01:52 PM

মোট ৬টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবাম ‘কখনো বলিনি’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, শাহরিয়ার রাফাত, সমীর, শাহাদাত, আলফাজ ও নার্গিস।মাই সাউন্ড এর ব্যানারে অতি শীঘ্রই বাজারে আসছে অ্যালবামটি।

সবকটি গানের সংগীত পরিচালনা করেছেন এসকে সমীর। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, সমীর, আলফাজ, মিষ্টি ও আবুল কালাম আজাদ ।  এর চারটি  গানের সুর করেছেন সমীর । অন্যদুটি গান সুর করেছেন  আলফাজ ও ডলার।

গানগুলো হলো—‘স্বপ্নটা‌কে’, ‘কখনো বলিনি’,‘বিশ্ব প্রতারক’,‘চোখের আড়াল’,‘নন্দিনী’ ও ‘চাঁদ আর জোছনা’।

নতুন এই অ্যালবাম প্রসঙ্গে এসকে সমীর বলেন, “নতুন বছরে শ্রোতাদের নতুন একটি অ্যালবাম উপহার দিতে পারছি বলে ভালো লাগছে। অনেক সময় নিয়ে যত্ন করে গানগুলো তৈরি করেছি। আমার বিশ্বাস গানগুলো সবার ভাল লাগবে।”

নিজের অ্যালবামসহ বেশ কিছু একক,মিশ্র ও চলচিত্রের অ্যালবাম বের হয়েছে সমীর-এর সঙ্গীতায়োজনে। সর্বশেষ সমীর-এর ফিচারিংয়ে স্বাধীনতার মাসে সমীর, রাজীব ও পুলক কে নিয়ে তিন গান এর ‘বাংলাদেশ’ নামের অ্যালবামটি  বাজারে আসে , গত ঈদে মমতাজ ও ফজলুর রহমান বাবুর সারা জাগানো দ্বৈত অ্যালবাম ‘শূণ্যবাড়ি’ বের হয়। ২০০৮ সালের শেষের দিকে বাজারে আসে সমীরের প্রথম একক অ্যালবাম ‘ঘুম’।