বাংলাদেশের ছবি এঁকে দিও

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মিউজিক ভিডিওতে এলো সৈয়দ আব্দুল হাদীর গাওয়া দেশাত্মবোধক গান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 01:36 PM
Updated : 27 March 2017, 01:36 PM

‘বাংলাদেশের ছবি এঁকে দিও, মাগো/আমার দুটি চোখে’— কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর গাওয়া দেশাত্মবোধক এই গানটি আগেই শুনেছেন শ্রোতারা। এবার মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে এলো এর মিউজিক ভিডিও।

গত বছর নতুন সংগীতায়োজনে গানটি ঠাঁই পায় ‘দ্য লেজেন্ড সৈয়দ আবদুল হাদী’ নামের সংকলনে। এর কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুর ও সংগীতায়োজন করেছেন রাজেশ ঘোষ। মিউজিক ভিডিওটি তৈরি করেছেন সাদাত হোসাইন। এতে মডেল হয়েছেন শবনম সাবরিন।

‘দ্য লেজেন্ড সৈয়দ আবদুল হাদী’ সংকলনটি প্রকাশ করেছিলো বাংলা ঢোল। বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে শিল্পীর ‘বাংলাদেশের ছবি এঁকে দিও’ গানটির ভিডিও।