খাজুরাহো নৃত্য উৎসবে বাংলাদেশের দল

ভারতের প্রসিদ্ধ ‘খাজুরাহো আন্তর্জাতিক নৃত্য উৎসব’-এর এবারের থিম কান্ট্রি বাংলাদেশ। ২০ থেকে ২৬ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী এ আয়োজনে তাই প্রতিদিনই থাকছে বাংলাদেশের নৃত্য পরিবেশনা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2017, 11:55 AM
Updated : 22 Feb 2017, 11:59 AM

বাংলাদেশের পক্ষ থেকে শ্রাস্ত্রীয় নৃত্য পরিবেশনা করছে স্বনামধন্য নাচের স্কুল ‘সাধনা’র শিক্ষার্থীরা। খাজুরাহতে অংশ নেওয়া নিয়ে দলটির বিশেষ অংশ ‘কল্পতরু’র প্রধান অমিত চৌধুরী বলেন, “প্রতিবছরই খাজুরাহতে নাচের এই উৎসব হয়। এটি একটি আন্তর্জাতিক উৎসব ফলে, বিশ্বের নানা দেশ এতে অংশ নেয়। এমন একটি প্ল্যাটফর্মে বাংলাদেশ থেকে অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত।”

অনুষ্ঠানের শেষদিন ২৬ ফেব্রুয়ারি মূল মঞ্চে ভরতনাট্যম পরিবেশনা করবেন অমিত চৌধুরী ও তার দল ‘কল্পতরু’। ‘নৃত্যার্পণ’ শিরোনামের এ নাচে -পুষ্পাঞ্জলি, ভার্নাম, আদ্যাঞ্জলি, টিল্লানা এ চারটি ভাগে তুলে ধরা হবে পুরো পরিবেশনা।

অমিত চৌধুরির নৃত্য পরিবেশন

এই আয়োজনে ভরতনাট্যম ছাড়াও আরও থাকছে কত্থক, ওড়িষি, ছৌ, কুচিপুরি, কথাকলি সহ অন্যান্য ভারতীয় ধ্রুপদ নাচের পরিবেশনা।

এই উৎসবে বাংলাদেশ ছাড়াও কানাডা, ফ্রান্স, রাশিয়া, ইটালি, জাপান, বাহরাইন, মালয়েশিয়া, নেপাল সহ প্রায় ২২টি দেশ অংশগ্রহণ করছে।