ট্রাম্প আমেরিকার একটি খারাপ উদাহরণ!

আজ শপথ নিচ্ছেন ট্রাম্প,তার আগে সমালোচনা-মুখর ট্রাম্প টাওয়ারের বাইরে এক পথসভা

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 02:17 PM
Updated : 20 Jan 2017, 02:31 PM

অবশেষে আজ সব অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে আমেরিকার ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই তার বিপক্ষে কথা বলেছেন সেখানকার অনেক রথি মহারথিরাও। এবার রবার্ট ডি নিরো বললেন, ট্রাম্প আমেরিকার জন্য একটি খারাপ উদাহরণ।

জানা যায়, নিউইয়র্ক শহররের ট্রাম্প টাওয়ারের বাইরে এক পথসভাতে নিরোর সাথে উপস্থিত ছিলেন মার্ক রাফেলো, মিচেল মুর, ও অ্যালেচ ব্লাডইউন। সেখানে গিয়ে নিজের এক টুইটে ট্রাম্পকে এই শহর এবং দেশের জন্য খারাপ উদাহরণ বলেছেন নিরো।

এছাড়া ব্লাডইউন বলেছেন, আমেরিকাকে হতাশ করবেন ট্রাম্প ও তার মন্ত্রীসভার সদস্যরা, “এই মানুষগুলো আপনাদের হতাশ করবে। ট্রাম্প আমেরিকার জন্য একটি খারাপ উদাহরণ, সে এবং পেন্স ভালোকিছু করতে পারবে না। তবে একটা ব্যাপারে আমি বিশ্বাসী, নিউইয়র্কবাসিরা কখনোই আমাদের হতাশ করবে না।”

মুর বলেন, “আমরা ইতিহাসের খুব কঠিন সময় পার করছি। খুব খারাপ হতে যাচ্ছে সামনের দিনগুলোতে। তবে আশার কথা হচ্ছে তাদের চেয়ে আমাদের পাল্লা ভারী।”