প্রসেনজিৎ-ঋতুপর্ণার কণ্ঠে পূজার গান!

প্রায় ১৪ বছর পর ‘প্রাক্তন’ সিনেমার মাধ্যমে একই সাথে পর্দায় দেখা গিয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে। দারুণ সফল এই জুটিকে আবারো দেখা যাবে একসাথে, তবে এবার তারা আসছেন একটু ভিন্নভাবে। দুর্গাপূজার জন্য ‘গা পাড়ার পুজো’ নামের একটি অ্যালবামে কণ্ঠ দিয়েছেন দুজন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2016, 09:52 AM
Updated : 18 Sept 2016, 09:52 AM

জনপ্রিয় সংগীত পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়-এর সঙ্গে ‘আজ আড্ডার তালে তালে’ নামের গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রসেনজিৎ, কোরাসে ছিলেন ব্যান্ড সদস্য উপল এবং প্রাক্তন সিনেমার গায়ক ইমন চক্রবর্তী।

অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানে প্রসেনজিৎ বলেন, “আমি খুব একটা ভালো গায়ক নই। কিন্তু তাও তারা আমাকে সহ্য করেছে! অ্যালবামের জন্য উপল এবং অনিন্দ্যই একমাত্র প্রশংসার দাবিদার। গানের কথাগুলো আমার শৈশবের সাথে সম্পর্কযুক্ত।”

ঋতুপর্ণাও প্রথমবারের মতো গান গাইলেন, তার সাথে আবারো জুটি বাঁধতে পেরে খুশি প্রসেনজিৎ।

তিনি বলেন, “‘প্রাক্তন’-এর পর আমরা আবারও জুটি বেঁধেছি বলতে পারেন। এই অ্যালবামটি ডিজিটালভাবে প্রকাশিত হবে।”

অ্যালবামে আরও থাকবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত লঙ্গজিতা চট্টোপাধ্যায় এবং রুপঙ্কর ব্যানারজি।

‘উৎসব’, ‘এই ঘর এই সংসার’, ‘বাবা কেন চাকর’ ইত্যাদি সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আলোড়ন সৃষ্টি করেছিল নব্বইয়ের দশকে।