ফের আইনি ঝামেলায় জাস্টিন বিবার

আরও একবার আইনি জটিলতায় ফেঁসে গেলেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। হিউস্টন টেক্সাসের একটি ক্লাবে এক ব্যক্তির মোবাইল ভাঙার দায়ে ১ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে তাকে।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2016, 11:37 AM
Updated : 5 May 2016, 11:37 AM

টিএমজেড বলছে, রবার্ট আর্ল মরগান নামের ও​ই ব্যক্তি ক্লাবে বিবারকে দেখে ফোনে ছবি তুলতে চেয়েছিলেন। মরগান বলেন এতেই চটে যান বিবার। মরগানের ফোনটি কেড়ে নেন এবং আছড়ে টুকরো টুকরো করে ভাঙেন।

মরগানের মোবাইল ফোনটিতে তার দাদীর শতবর্ষ বার্ষিকী ছাড়াও প্রায় ৫ হাজার গুরুত্বপূর্ণ ছবি রাখা ছিল। ব্যবসার খাতিরে জরুরী ফোন নম্বর এবং তার ভ্রমণের বিভিন্ন ভিডিও ছিলো সে ছবিতে। মোবাইল ফোন ভেঙ্গে ফেলার কারণে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আর পাওয়া সম্ভব না বলেই মরগান ক্ষতিপূরণ হিসেবে দাবী করেছেন এই বড় অঙ্ক।

এর আগে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে ২০১৪ সালে গ্রেফতার হয়েছিলেন ২২ বছর বয়সী পপ তারকা বিবার। বিভিন্ন আইনি জটিলতায় বেশ কয়েক দফায় তাকে জরিমানাও গুনতে হয়েছে বড় অঙ্কের।