‘ডেডপুল' নির্মাতার বলিউড প্রীতি

হলিউড সুপারহিরো সিনেমা ‘ডেডপুল’ ভারতের প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে আর এতে রয়েছে কিছুটা বলিউডের ছোঁয়াও। প্রশ্ন হলো, কিভাবে?

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 12:12 PM
Updated : 13 Feb 2016, 01:21 PM

ভারতের প্রেক্ষাগৃহে ‘ডেডপুল’ সিনেমার শুরু এবং শেষে শোনা যাচ্ছে ‘মেরা জুতা হ্যায় জাপানি’ গানটি। ‘মেরা নাম জোকার’ সিনেমার সেই বিখ্যাত গানটির সঙ্গে এক বিশেষ সম্পর্ক রয়েছে‘ডেডপুল’ নির্মাতা টিম মিলারের।

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, অনেক আগে একবার নিউজিল্যান্ডে গিয়ে এক পানশালায় বসে প্রথম এই গানটি শোনেন মিলার আর তখনই প্রেমে পড়ে যান গানটির। এরপর থেকে প্রায়ই গানটি গুনগুন করতে শোনা গেছে তাকে।

সূত্র আরো বলছে, গানটি মিলারের এতোই পছন্দ যে, তিনি তার সিনেমাতেও এটি যোগ করেছেন।

যখন মিলার ‘ডেডপুল’-এর শুটিং করছিলেন, তিনি ভাবলেন এই ভারতীয় গানটি ব্যবহার করার কথা। এরপর তিনি গানটি ‘ডেডপুল’-এর নায়ক রায়ান রেইনল্ডস এবং বাকি কলাকুশলীদের শোনান, সবাই গানটি পছন্দ করে ফেলেন। তাই ‘ডেডপুল’ সিনেমাটির শুরু এবং শেষে এখন বাজছে রাজ কাপুর অভিনীত এই বিখ্যাত গানটি।