বাণিজ্যিক ছবির সংজ্ঞা পাল্টে দেবে 'অস্তিত্ব': নির্মাতা

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ঝড় তুলেছে ‘অস্তিত্ব’ সিনেমার গান ও ট্রেইলার। ট্রেইলার দেখে যারা ভাবছিলেন নাচে-গানে ভরপুর একটি সামাজিক-অ্যাকশন কিংবা রোমান্টিক গোছের কোনো সিনেমা দেখতে চলেছেন, তাদের নতুন করে ভাবতে হবে। কারণ প্রতিবন্ধী শিশুদের বিশেষ অলিম্পিকে অংশগ্রহণ নিয়েই এগিয়েছে সিনেমাটির কাহিনি।

তানজিল আহমেদ জনিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2016, 08:56 AM
Updated : 1 Feb 2016, 08:56 AM

শনিবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় ‘অস্তিত্ব’ সিনেমার অডিও অ্যালবামের মোড়ক উম্মোচন করা হয়। সেখানেই একসঙ্গে পাওয়া গেল সিনেমাটির কলাকুশলীদের। নির্মাতা অনন্য মামুন বললেন, “আপনাদের অনেকের মধ্যেই একটা ধারণা থাকতে পারে, আমরা অটিস্টিক বাচ্চাদের নিয়ে নির্মিত সিনেমা কেন দেখবো। তবে আপনাদের একটি বিষয়ে নিশ্চিত করতে চাই ‘অস্তিত্ব’ কোনো ধ্রুপদী সিনেমা নয় বরং এটা পুরোদস্তুর বাণিজ্যিক ঘরানার সিনেমা। বাণিজ্যিক সিনেমা মানেই নায়ক-নায়িকার প্রেম কিংবা কলেজে পড়তে হবে এমনটি নয়। এর আলাদা একটি সংজ্ঞা থাকতে পারে। সেই উত্তরটাই আমি ‘অস্তিত্ব’ সিনেমার মাধ্যমে দেয়ার চেষ্টা করেছি।”

সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। নানা বিপত্তি পেরিয়ে শিশুদের অলিস্পিকে অংশগ্রহণের স্বপ্ন পূরনে তাদের শিক্ষকের সহযোদ্ধা হয়ে যাওয়ার গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি। সিনেমায় তিশাকে এক প্রতিবন্ধী তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন আর আরেফিন শুভকে দেখা যাবে তার প্রশিক্ষকের ভূমিকায়।

এ সিনেমার মাধ্যমে নিজের অস্তিত্বের কোন দিকটি তুলে ধরতে চাইছেন এমন প্রশ্নের জবাবে শুভ বললেন, “কোনো অতিরিক্ত অস্তিত্বের জানান দিতে চাই না। সিনেমার গল্পটা আমার কাছে ভালো লেগেছে, তাই আমার মনে হয়েছে এমন গল্পের সিনেমা হওয়া উচিত। যে কাজটির ওপর আমার বিশ্বাস জন্মায় সেই কাজটিই আমি করি। সিনেমাটি মুক্তির পর দর্শকরা বুঝতে পারবেন আমি কেন এই সিনেমায় অভিনয় করেছি।”

এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাণিজ্যিক সিনেমায় নিজের অস্তিত্ব খুঁজছেন কিনা গ্লিটজের এমন প্রশ্নের উত্তরে তিশা বললেন,“ ‘অস্তিত্ব’ সিনেমার মাধ্যমে অনেক কিছুরই জানান দিতে চেয়েছি, যাদের জানার তারা জেনে যাবে। তবে এই সিনেমাটা দেখে একশ পরিবারের মধ্যে পাঁচটি পরিবারও যদি তাদের স্পেশাল শিশুদের নিয়ে সচেতন হওয়ার সঙ্গে সঙ্গে গবর্বোধ করে ও তাদের স্পেশাল শিশুদের বিশ্বাস করে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে সেটাই হবে আমাদের র্স্বাথকতা।”

সিনেমার গানগুলো লিখেছেন কবির বকুল, জাহিদ আকবর, মেহেদী হাসান লিমন,আরজিন কামাল ও প্রিয় চট্টোপাধ্যায়। আর সঙ্গীত পরিচালনায় ছিলেন ইবরার টিপু, প্রিতম হাসান, নাহিদ ও আকাশ। গানগুলোতে কন্ঠ দিয়েছেন ইবরার টিপু, দিনাত জাহান মন্নি, প্রিতম, লেমিসসহ আরো অনেকে।

‘অস্তিত্ব’ অনন্য মামুন পরিচালিত পঞ্চম সিনেমা। ক্যারিয়্যারের শুরু থেকেই নানা কারণে আলোচনায় এসেছেন এই তরুন নির্মাতা। আসছে দিনগুলোতে নিজের নতুন সিনেমার মাধ্যমে নিজের অস্তিত্ব কতোটুকু টিকিয়ে রাখতে পারেন সেটাই এখন দেখার বিষয়।