আমিরের সমর্থনে যা বললেন শাহরুখ

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করার কারণে যখন বিভিন্ন মহল থেকে তিরস্কৃত অভিনেতা আমির খানের পাশে এসে দাড়ালেন শাহরুখ খান। কয়েক দিন আগে যিনি নিজেও একই কারণে সমালোচনার মুখে পড়েছিলেন। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2015, 11:50 AM
Updated : 1 Dec 2015, 11:52 AM

সিএনএন-আইবিএনকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, "দেশের জন্য ভালো চিন্তা করা এবং ভালো কাজ করা ছাড়া অন্য কোনোভাবে নিজের দেশপ্রেম প্রমাণ করার কোনো দরকার নাই। দেশের উপকার করার জন্য কাজ করতে হয়। আমি যা পারি সেটাই যদি দেশের জন্য করি, তাহলে দেশের ভালো হবে। কিন্তু আমি যদি দূর্নীতিগ্রস্ত এবং আঞ্চলিকাদুষ্ট হই তাহলে দেশের ক্ষতিই করবো।"

শাহরুখ এবং আমির দুজনকেই 'দেশবিরোধী' আখ্যা দেয়া হয় ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে তাদের মন্তব্যের জের ধরে। ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়ছে, এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন শাহরুখ। এদিকে দেশের পরিস্থিতি ভীতিকর এবং তার স্ত্রী এমনকি দেশ ছাড়ার কথাও ভেবেছেন - এমন মন্তব্য করার পর তোপের মুখে পড়েন আমির।

এহেন বিরুদ্ধ মত তৈরিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন শাহরুখ।

"টুইটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম মানেই হলো মুক্ত মত, মানুষ মৌলবাদী পদক্ষেপ নেয় এবং আগ্রাসী হয়ে ওঠে। একটি সাধারণ বক্তব্যকেও মৌলবাদী করে তোলে মানুষ।"

এ ধরনের বিতর্কিত ইস্যুতে আর কথা বলবেন না বলেও জানিয়ে দেন শাহরুখ।

"আমি স্বস্তি বোধ করছি যে, আমি এখন থেকে সেটা নিয়েই কথা বলবো যেটা আমি জানি।"