‘মানের সঙ্গে পারিশ্রমিকও কমছে’

টেলিভিশন নাটকের নির্মাণ ব্যায় নিয়ে আগেও অভিযোগ করেছেন নাট্যশিল্পীরা। এবার এ প্রজন্মের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বললেন, নাটকের বাজেট কমে যাওয়ায় মান যেমন পড়ছে, তেমনি অভিনয়শিল্পীদেরও কম পারিশ্রমিক দেয়া হচ্ছে।

ইমতিয়াজ হাসানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2015, 09:46 AM
Updated : 11 Oct 2015, 09:46 AM

সম্প্রতি গ্লিটজের সঙ্গে আলাপে তিনি বলেন, “পর্যাপ্ত বাজেট না থাকায় নাটকের মানের ঘাটতি হচ্ছে। পাশাপাশি শিল্পীদের পারিশ্রমিকও কমছে।"

তিনি আরও বলেন, “বাজেট কমার ফলে দৃশ্যায়নের দৈর্ঘ্য কমছে। যে কারণে ভাল কাজের তুলনায় খারাপ কাজ বেশি হচ্ছে। যে কারণে আগের তুলনায় মানুষ কম নাটক দেখছে।”

“নতুন নির্মাতাদের মধ্যে অনেকেই ভাল কাজ করছেন। আবার অনেকে মানের দিকে নজর না দিয়ে পরিমাণের দিকে নজর দিচ্ছেন।”

নাটকে কাজ করা এ কারণেই কমিয়ে দিয়েছেন বলে জানালেন। 

“টাকার জন্য শুধু অভিনয় করিনা, অভিনয় করি ভাল লাগা থেকে। কিন্তু সবকিছু ঠিকঠাক না থাকলে কাজে কি মন বসে?”

‘জীবনঢুলী’ খ্যাত জ্যোতিকা জ্যোতি সম্প্রতি শেষ করেছেন ‘অনিল বাগচীর একদিন’ সিনেমার কাজ। জানালেন, মূল ধারার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করতে চান। এ নিয়ে কথাবার্তাও চলছে।  এছাড়াও বিবিসির নাটক ‘উজান গাঙের নাইয়া ৩’ এর কাজ নিয়ে ব্যস্ত আছেন।

ছবি-- জ্যোতির ফেইসবুক থেকে