বায়ু দূষণে বছরে অকালে মরছে ৫৫ লাখ মানুষ

বায়ু দূষণের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে ৫৫ লাখ মানুষের অকাল মৃত্যু হয় বলে নতুন এক গবেষণায় বের হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2016, 10:42 AM
Updated : 13 Feb 2016, 11:10 AM

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ ধরনের মৃত্যুর ঘটনার বেশিরভাগই চীন ও ভারতের মতো উন্নয়নশীল দেশে ঘটছে।

বিদ্যুৎকেন্দ্র, কারখানা ও যানবাহনের বর্জ্য থেকে এবং কয়লা ও কাঠ পুড়ানো থেকে ক্ষুদ্র কণার নিঃসরণই এ ধরনের মৃত্যুর জন্য প্রধানত দায়ী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গ্লোবাল বারডেন অব ডিজিজ প্রজেক্টের অংশ হিসেবে এই গবেষণা করা হয়।

এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলেন, নাগরিকদের জীবন রক্ষার জন্য বায়ুর উন্নয়নে কিছু কিছু দেশকে কত দ্রুত কত দূর যেতে হবে তা এই পরিসংখ্যানে ফুটে ওঠেছে।

অন্যতম গবেষক যুক্তরাষ্ট্রের বস্টনের হেলথ ইফেক্ট ইন্সটিটিউটের ড্যান গ্রিনবাম বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “বেইজিং বা দিল্লিতে মারাত্মক বায়ু দূষণের কোনো দিনে সূক্ষ্ম কণার (পিএম২.৫) সংখ্যা প্রতি ঘন মিটারে ৩০০ মাইক্রোগ্রামের চেয়ে বেশি হতে পারে।

“এই সংখ্যা ২৫ বা ৩৫ মাইক্রোগ্রামের মতো হওয়া উচিত।”

ছোট তরল বা বস্তু কণা শ্বাসনালী দিয়ে ভেতরে গেলে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, শ্বাস-প্রশ্বাস যন্ত্রের সমস্যা এবং এমনকি ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যেতে পারে।

গত কয়েক দশকে উন্নত দেশগুলো এই সমস্যা সমাধানে বড় সাফল্য পেলেও উন্নয়নশীল দেশে বায়ু দূষণের কারণে মৃতের সংখ্যা বাড়ছেই।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, অপুষ্টি, স্থূলতা, অ্যালকোহল, মাদকাসক্তি ও অনিরাপদ যৌন চর্চার মতো অন্য ঝুঁকি উপাদানের চেয়ে বায়ু দূষণের কারণে বেশি মৃত্যু হয়।

উচ্চ রক্তচাপ, খাদ্যাভ্যাসের ঝুঁকি ও ধূমপানের পর এই ঝুঁকিকে চতুর্থ বৃহত্তম অবস্থানে রেখেছে গ্লোবাল বারডেন অব ডিজিজ প্রজেক্ট।