পরিবেশ নিয়ে ‘বিশেষ সম্মেলন’ করবে বাপা-বেন

বাংলাদেশের উপকূল ও পরিবেশ নিয়ে দুই দিনের বিশেষ সম্মেলন করবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2016, 09:46 AM
Updated : 6 Jan 2016, 10:25 AM

৮ ও ৯ জানুয়ারি এই সম্মেলন করার ঘোষণা এসেছে।

বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, উপকূল ও সামুদ্রিক পরিবেশের বিশেষ সমস্যার প্রতি দেশবাসীর দৃষ্টি আকর্ষণ, গবেষণা ও এসব কাজে নিয়োজিত বিশেষজ্ঞ ও কর্মীদের একত্রিত করার লক্ষ্যে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আবদুল মতিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ভবনে সম্মেলনের উদ্বোধন করবেন।

অন্যান্য অধিবেশনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের (মেরিটাইম বিষয়াবলী ইউনিট) সচিব রিয়াল অ্যাডমিরাল (অব) মো.খোরশেদ আলম উপস্থিত থাকবেন।

সম্মেলনে যোগ দিতে চাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানকে bapa2000@gmail.com এবং memory14@agni.com কিংবা ০১৮৭৯২৪০৬৯৬ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।