ভিওআইপি সরঞ্জামসহ একজন গ্রেপ্তার

নগরীর বাকলিয়ার একটি বাসা থেকে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 10:12 AM
Updated : 23 July 2017, 10:12 AM

রোববার ভোররাতে বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডের জুলেখা মঞ্জিলের পাঁচ তলার একটি বাসা থেকে মোহাম্মদ নোমান (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ওসি প্রণব কুমার চৌধুরী জানান।

নোমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার জামাল আহমদের ছেলে। তিনি জুলেখা মঞ্জিলে ভাড়া থাকতেন।

ওসি প্রণব বলেন, “নোমান সৌদি আরবে থাকতেন। আট মাস আগে দেশে ফিরে আসেন। আর তিনমাস ধরে অবৈধ ভিওআইপি ব্যবসায় যুক্ত হয়েছেন।”

নোমানের বাসা থেকে বিভিন্ন অপারেটরের ৪৬৪টি সিম, একটি গেইটওয়ে মেশিন, ওয়্যারলেস রাউটার একটি, একটি মডেম মেশিন, একটি ল্যাপটপ, আইপিএস ও ব্যাটারি, পাঁচটি অ্যান্টেনা, সুইচ বক্স ও কয়েকটি মডেম উদ্ধার করা হয়।