আবুল খায়ের কনজ্যুমারকে ৫ লাখ টাকা জরিমানা

বিএসটিআই লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন করায় আবুল খায়ের কনজ্যুমারকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 02:42 PM
Updated : 21 June 2017, 02:42 PM

বুধবার নগরীর নাসিরাবাদে অবস্থিত আবুল খায়ের কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডে র‌্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

র‌্যাব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবুল খায়েরের ওই কারখানায় বিএসটিআইর লাইসেন্স ছাড়া কয়েক ধরনের গুঁড়ো দুধ ও অন্যান্য পণ্য উৎপাদন করা হচ্ছিল।”

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করে বলে জানান তিনি।