গ্যাস-বিদ্যুৎ নিয়ে নারীদের ভোগান্তিতে অসন্তোষ মহিউদ্দিনের

গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কটের কারণে বন্দর নগরীর নারীদের ভোগান্তিতে অসন্তোষ জানিয়েছেন চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব‌্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 04:28 PM
Updated : 15 Feb 2017, 04:28 PM

বুধবার বিকালে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের নতুন কমিটির নেতারা দেখা করতে গেলে নিজের অসন্তোষের কথা্ জানান তিনি।

মহিউদ্দিন বলেন, “জনজীবনে মৌলিক উপাদানের সমস্যা মোকাবেলায় নারীদের হিমশিম খেতে হয়। গ্যাস-বিদ্যুৎ-পানির সঙ্কটে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

“গ্যাসের চাপ না থাকায় নারীদের বাড়ির ছাদে কাঁচা চুলা বসিয়ে রান্না করতে হয়। বিদ্যুৎ না থাকলে তাদের অবস্থা অসহনীয় মাত্রায় পৌঁছে। সন্তানসহ মশার কামড়ে জর্জরিত হতে হচ্ছে।”

চাহিদার চেয়ে কম গ্যাস সরবরাহ থাকায় এবং শীতে গ্যাসের চাপ কম থাকায় নগরীর বেশির ভাগ এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। মাঝে মাঝে লোডশেডিং এর পাশাপাশি নগরীতে মশার উৎপাতও রয়েছে।

এই পরিস্থিতিতে নারীদের সোচ্চার হতে বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের চট্টগ্রাম নগর কমিটির সভাপতি মহিউদ্দিন।

মহিলা আওয়ামী লীগের চট্টগ্রাম নগর কমিটির সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন।

তবে তার বিরোধিতাকারী একটি পক্ষ বুধবার সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটি গঠন করেছেন। তারা চট্টগ্রাম আওয়ামী লীগে মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

চট্টগ্রামে আওয়ামী লীগে সভাপতি মহিউদ্দিনের সঙ্গে সাধারণ সম্পাদক নাছিরের বিরোধ রয়েছে, যা নিয়ে কেন্দ্রীয় কমিটির নেতারাও উষ্মা প্রকাশ করে আসছেন।