চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে জরিমানা

চট্টগ্রামের বাকলিয়ায় এক ভুয়া চিকিৎসককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 May 2016, 10:48 AM
Updated : 4 May 2016, 11:49 AM

ওই ব্যক্তির নাম রাসেল কান্তি নাথ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, বাকলিয়ার বাস্তুহারা এলাকায় স্বল্প আয়ের মানুষদের অজ্ঞতার সুযোগ নিয়ে ‘ডাক্তার সেজে বসেছিল’ রাসেল।

“এসএসসি পাস করে ছয় মাসের এমএলএএফ প্রশিক্ষণ নিয়ে তিন বছর ধরে ডাক্তারি করে আসছিল সে। তার ভিজিটিং কার্ডে লেখা ‘মা ও শিশু রোগে প্রশিক্ষণপ্রাপ্ত’।

ভুয়া পরিচয় ব্যবহারের অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

ম্যাজিস্ট্রেট জানান, জরিমানার পাশাপাশি রাসেলের কাছ থেকে ‘ডাক্তারি আর করব না’ মর্মে মুচলেকাও নেওয়া হয়েছে।