বয়সের মিথ্যে তথ্যের কারণে বরখাস্ত সিসিসি কর্মকর্তা

বয়স নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2016, 03:10 PM
Updated : 19 March 2016, 03:10 PM

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত চিঠিতে বরখাস্তের পাশাপাশি ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে সিসিসিকে নির্দেশ দেওয়া হয়।

১৩ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো ওই চিঠি ১৬ মার্চ সিসিসি কর্মকর্তাদের হাতে পৌঁছায়। বিষয়টি শনিবার গণমাধ্যম কর্মীরা জানতে পারেন।

সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রণালয় থেকে যে নির্দেশ এসেছে সেভাবে আমরা ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

কর কর্মকর্তা নুরুল আলমের বিরুদ্ধে কম বয়সে চাকরির আবেদন ও গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ নির্দেশ দেয়া হয়েছে বলে উপসচিব স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্ত হওয়া নুরুল আলম সিসিসি’র রাজস্ব সার্কেল-২ এর কর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত আছেন।

এছাড়াও চাকরিতে আবেদনের সময় প্রয়োজনীয় যোগ্যতা, চাকরির আবেদনের তারিখের সঠিকতা যাচাই ও তার ফাজিল পরীক্ষার সনদ ইস্যুর তারিখ সঠিক কিনা তা বিস্তারিত তদন্ত করে দেখতে বলা হয়েছে চিঠিতে।