লতিফবিরোধী মানববন্ধনে মারামারির ঘটনায় মামলা

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফের বিচার চেয়ে আয়োজিত মানববন্ধনে মারামারির ঘটনায় একটি মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2016, 09:35 AM
Updated : 9 Feb 2016, 09:35 AM

মঙ্গলবার নগরীর সদরঘাট থানায় মো. ইমরান নামে এক যুবক বাদী হয়ে এই মামলা করেন বলে জানিয়েছেন থানার এসআই আবদুল মমিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় অভি পাল ও ঋশিকেষ বিশ্বাস নামে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী ইমরান মারামারির সময় ছুরিকাঘাতে আহত চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র মো. রাশেদের ভাই।

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে সোমবার দুপুরে নগরীর সদরঘাটের মেমন হাসপাতালের সামনে জাগ্রত ছাত্র-যুব-জনতা মাদারবাড়ি শাখার ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে নেতৃত্ব দেওয়া নিয়ে দুই পক্ষে মারামারি শুরু হয়।

মারামারির এক পর্যায়ে রাশেদ ছুরির আঘাতে আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়।