শওকতের মুক্তির দাবি চট্টগ্রামের বিএনপিপন্থি সাংবাদিকদের

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের মুক্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠন ‘সম্মিলত পেশাজীবী পরিষদ’।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 03:53 PM
Updated : 28 August 2015, 03:53 PM

শুক্রবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ে আয়োজিত সমাবেশে এই দাবি জানান সংগঠনটির নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, শওকত মাহমুদকে গ্রেপ্তার করে সরকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের কণ্ঠরোধ করতে চায়।

যারা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করছে সরকার তাদের নানা ভাবে হয়রানি করছে অভিযোগ করে বক্তারা আরও বলেন, ভয়-আতংক সৃষ্টির মাধ্যমে সরকার একতরফা শাষণ ব্যবস্থা কায়েম করতে চায়।

শওকত মাহমুদকে গ্রেপ্তার করে সরকার স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত করেছে বলেও মন্তব্য করেন সমাবেশের বক্তারা।

অ্যাডভোকেট কফিল উদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যন্যদের মধ্যে সমাবেশে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, প্রকৌশলী কে এম সুফিয়ান, সিএমইউজে’র সভাপতি শামসুল হক হায়দারী, সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, জাহিদুল করিম কচি প্রমুখ।