নিজেকে সামলে সফল সৌম্য

শুরুটা দারুণ করছিলেন সৌম্য সরকার; কিন্তু থিতু হয়েই যেন সব এলোমেলো হয়ে যাচ্ছিল তার। উইকেট ছুড়ে আসছিলেন উদ্বোধনী এই ব্যাটসম্যান। এবার অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ম্যাচসেরা এই খেলোয়াড় জানিয়েছেন, নিজেকে সামলে রেখেই সাফল্য পেয়েছেন তিনি। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2015, 07:58 PM
Updated : 12 July 2015, 08:47 PM

রোববার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচের সর্বোচ্চ ৮৮ রান করা সৌম্য নিজের ব্যাটিং পরিকল্পনার কথা জানান।

“আলাদা কোনো পরিকল্পনা ছিল না। আমার লক্ষ্য ছিল, ১৬৩ রানে যেতে পারলেই হল। আমি ৫০ কিংবা ১০০ করতে পারি। একশর চিন্তা ওভাবে ছিল না, চিন্তা ছিল শেষ পর্যন্ত খেলার।”

উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে না পারায় নিজের ব্যাটিং নিয়ে পরিশ্রম করছিলেন সৌম্য। এবার তার সুফল পেলেন এই তরুণ।

“একটা-দুইটা শট কমিয়ে দিয়েছি। চিন্তা করেছি সব শট না খেলে একটা-দুইটা শট কম খেলে ইতিবাচক ফল আসে কিনা।”

প্রথম ওয়ানডে শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, কোনো খেলোয়াড় পাঁচ ম্যাচ খেলেই পরিণত হন, কেউ অনেক ম্যাচ খেলেও হননি। সৌম্য যে প্রথম দলের তার প্রমাণ এ কথাতেই।

“সবারই ব্যাক্তিগত একটি পরিকল্পনা থাকে। ওইটাও আমার একটা পরিকল্পনা ছিল। কোন দুটি শট খেলা থেকে আমি বাইরে ছিলাম, সেটা আমার ভেতরেই আছে। সেটা আমার ভেতরেই থাকুক।”