শেষ ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ দল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য প্রথম দুই ম্যাচের দলেই আস্থা রেখেছেন নির্বাচকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2015, 03:41 PM
Updated : 12 July 2015, 08:46 PM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার দ্বিতীয় ওয়ানডে চলার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ সদস্যের দল ঘোষণা করে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে দুটি টি-টোয়েন্টি হারের পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও হারে মাশরাফি বিন মুর্তজার দল।

তবে রোববারের এই ম্যাচে ৭ উইকেটে অনায়াসে জিতে সিরিজে সমতা আনে স্বাগতিকরা। আগামী বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজ নির্ধারণী ম্যাচটি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান।