বাংলাদেশকে কৃতিত্ব দিলেন আমলা

নিজেদের দায় কিছু দেখছেন হাশিম আমলা। তবে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক দ্বিতীয় ওয়ানডে বড় জয়ের জন্য বাংলাদেশকে কৃতিত্ব দিতে ভুললেন না।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2015, 07:39 PM
Updated : 12 July 2015, 08:45 PM

দুটি টি-টোয়েন্টিতে অনায়াসে জয়ের পর প্রথম ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকা জিতেছিল সহজে। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের কণ্ঠে বাংলাদেশের প্রশংসা, “আমাদের জন্য দিনটি ভালো ছিল না। উইকেট মোটেও ১৬০ রানে আউট হওয়ার মত ছিল না। ...বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে, ওরা ভাল খেলেছে। এই উইকেটে প্রয়োজন ছিল সময় নিয়ে থিতু হয়ে বড় ইনিংস খেলা। আমরা তা পারিনি।”

বোলিংয়েও ফেরার চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। আমলা এখানে কৃতিত্ব দিলেন সৌম্য সরকারকে।

“বোলিংয়েও আমাদের সুযোগ এসেছিল। শুরুতেই ওদের দুটি উইকেট নিতে পেরেছিলাম আমরা। কিন্তু সৌম্য দারুণ খেলে ম্যাচটি বের করে নিয়ে গেছে।”

অপরাজিত ৮৮ রান করে ম্যাচসেরা হয়েছেন সৌম্য।