সংবাদ সম্মেলনে নিয়মিতই আসতে চান সৌম্য

বারবার থিতু হয়ে আউট হওয়ার সমস্যাটা নিজেই উপলব্ধি করতে পেরেছিলেন সৌম্য সরকার। ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলার পর উদ্বোধনী এই ব্যাটসম্যান বলছেন, এমন বড় ইনিংস খেলতে চান নিয়মিতই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2015, 07:08 PM
Updated : 12 July 2015, 08:46 PM

ওয়ানডেতে এখন পর্যন্ত ১৫ ইনিংস খেলেছেন সৌম্য। পাকিস্তানের বিপক্ষে ১২৭ রানের অপরাজিত ইনিংসটি ছাড়া অর্ধশতক আর তিনটি। একবার শুধু আউট হয়েছেন এক অঙ্কে (২ রান)। বাকি ১০ ইনিংসেই আউট হয়েছে ১৭ থেকে ৪০ রানের মধ্যে। এভাবে বারবার থিতু হয়েও উইকেট বিলিয়ে আসায় সৌম্যকে নিয়ে আলোচনা হচ্ছিল অনেক।

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৮৮ রান করে ম্যাচসেরা হয়েছেন সৌম্য। এরপর সংবাদ সম্মেলনে জানালেন, এই অভিজ্ঞতা পেতে চান আরও নিয়মিত।

“ভাল করেছি বলেই এখানে (সংবাদ সম্মেলনে) আসতে পেরেছি। ৩০-৪০ করলে তো এখানে আসতে পারি না। সবসময় চেষ্টা করব যেন বড় ইনিংস খেলে এখানে আসতে পারি।”

সৌম্য জানালেন, বড় ইনিংস খেলার জন্য কতটা মরিয়া ছিলেন তিনি।

“বড় ইনিংস সবসময়ই স্বস্তি দেয়। আগে বেশ কবার ভালো শুরু করেও শেষ করতে পারিনি। আজ চেয়েছি, শেষ পর্যন্ত থাকব উইকেটে। সবাই বলাবলি করছিল, বড় ইনিংস দরকার। এমনকি ছোটরাও বলছিল যে বড় ইনিংস খেলতে হবে। খেলতে পেরে স্বস্তি তো লাগছেই।”