দক্ষিণ আফ্রিকাকে চোকার বলায় আপত্তি মাশরাফির

দক্ষিণ আফ্রিকাকে ‘চোকার’ বলায় ভীষণ আপত্তি মাশরাফি বিন মুর্তজার। শুধু দক্ষিণ আফ্রিকা বলেই নয়, বাংলাদেশ অধিনায়কের মতে, কোনো দলকেই এভাবে বলা ঠিক নয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2015, 06:20 PM
Updated : 12 July 2015, 08:47 PM

আন্তর্জাতিক ক্রিকেটে 'চোকার' শব্দটির প্রতিশব্দ হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা দল। বড় বড় টুর্নামেন্টগুলোতে তাদের হারের পর তো বটেই, এমনকি এসব সিরিজে হারলেও উঠে যাচ্ছে এই প্রসঙ্গ। রোববার দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনেও যেমন প্রশ্ন উঠল দক্ষিণ আফ্রিকা চোক করেছে কিনা।

মাশরাফির উত্তরে ফুটে উঠলো তার প্রজ্ঞা ও পরিমিতিবোধ।

“আমি জানি না একজন ক্রিকেটারের এভাবে বলা উচিত কিনা। আমি মনেপ্রাণে বিশ্বাস করি এভাবে কোনো জাতিকে আঘাত করাও ঠিক নয়। ওরা অনেক বড় দল। চোকার বা এই ধরণের কথাগুলো যখন ব্যবহৃত হয়, পুরো দেশটাই কষ্ট পায়। এভাবে কথা বলা আমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়।”

মাশরাফি জয়-পরাজয় স্রেফ ক্রিকেটীয় ব্যাখ্যাতেই রাখতে চান।

“আমি মনে করি, আজকে (রোববার) আমরা ভালো খেলেছি, দিনটা ওদের ছিল না। আমাদের দিন ছিল। আমরা ভালো খেলেছি বলেই জয় প্রাপ্য ছিল। ওরা চোক করেনি। ছেলেদের ধন্যবাদ, আজকে যেভাবে পারফর্ম করেছি, সামনেও এভাবে করে যেতে চাই।”