টস নিয়ে এত কথায় বিরক্ত মাশরাফি

প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়ে হারে বাংলাদেশ। পরেরটিতে টস হেরে ফিল্ডিং পেয়ে জিতেছে স্বাগতিকরা। তাহলে টস হেরেই কি ভাল হল? এমন প্রশ্নে বিরক্ত বাংলাদেশের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2015, 06:12 PM
Updated : 12 July 2015, 08:47 PM

প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হারের পর মাশরাফি সংবাদ সম্মেলনে জানান, টস জিতে ব্যাটিং না করার কোনো কারণ দেখেননি তিনি। ৭ উইকেটে দ্বিতীয় ম্যাচ জেতারও পরও জানান, টস জিতলে ব্যাটিংই নিতেন তিনি।

“জানি না কেন, টস এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দল হেরেছে, তাই গত ম্যাচে আমি মেনে নিয়েছি আমার ভুল। আমার ভেতরেও একটা মানুষ বসবাস করে, সেই মানুষটা এখনও বলছে না, এটা ভুল সিদ্ধান্ত ছিল।”

প্রথম ব্যাট করে ১৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সহজেই সেই লক্ষ্য তাড়া করে জেতে দক্ষিণ আফ্রিকা। রোববার দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে ১৬২ রানে অলআউট হয়ে যায় অতিথিরা। ২৮তম ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

সিরিজে সমতা আনার পর মাশরাফি জানান, দুই ম্যাচেই তিনি ও আমলা প্রথমে ব্যাট করতে চেয়েছিলেন।

“টস জিতলে আজকেও আমি ব্যাটিং করতাম। গত ম্যাচে আমলাও টস জিতলে ব্যাটিং নিতে চেয়েছিলেন। আজকের ম্যাচে যদি ব্যাটিং করতাম কি হত বলা কঠিন। জিতেছি এই জন্য ভালো লাগছে, আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন।”