‘নো’ বলের হতাশা শহীদের

১৮ রানে জীবন পাওয়া আজহার আলি অপরাজিত রয়েছেন ১২৭ রানে। ৭৮ রানে জীবন পাওয়া ইউনুস খান ফেরার আগে যোগ করেন আরও ৭০ রান। ‘নো’ বলের কল্যাণে আজহার-ইউনুস বেঁচে যাওয়ায় ভীষণ হতাশ বাংলাদেশের পেসার মোহাম্মদ শহীদ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2015, 12:44 PM
Updated : 6 May 2015, 02:49 PM

শহীদের বলেই ১৮ রানে জীবন পান আজহার। এই ডানহাতি ব্যাটসম্যান স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়েছিলেন। ‘নো’ বলে জীবন পাওয়ার পর ক্যারিয়ারের অষ্টম শতকে পৌঁছান পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক।

সৌম্যর বলে একইভাবে জীবন পান ইউনুস। সাকিব আল হাসানের কাছে শর্ট কাভারে ক্যাচ দিয়েও 'নো' বলের কারণে বেঁচে যান ২৯তম শতক পাওয়া এই অভিজ্ঞ ব্যাটসম্যান। দ্বিতীয় নতুন বলে শহীদের শিকারে পরিণত হওয়ার আগে আজহারের সঙ্গে ২৫০ রানের বড় জুটি গড়েন তিনি।  

“যে সুযোগগুলো গেছে সেগুলো ‘নো’ বল হয়েছে। ‘নো’ বল তো আর কেউ ইচ্ছে করে করে না, হয়ে গেছে।”

শহীদ জানান সেই ‘নো’ বলের পর থেকে আরও সাবধান হয়ে যান তিনি।

“এরপর থেকে একটু পেছন থেকেই বল করছিলাম। আমি ভাবছিলাম, নো বল চেক করে আমাকে বল করতে হবে। কারণ, আবারও সুযোগ আসতে পারে।”

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩২৩ রান।