ইমরুলের টানা দ্বিতীয় শতক

তামিম ইকবালের পর পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ এক শতক করেছেন ইমরুল কায়েসও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2015, 11:00 AM
Updated : 1 May 2015, 03:00 PM

খুলনা টেস্টের চতুর্থ দিন শতকে পৌঁছান ইমরুল। ১৫৩ বলে নিজের রান তিন অঙ্কে নিয়ে যান এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। তার ক্যারিয়ারের তৃতীয় শতকটি ১১টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

পাকিস্তানের বিপুল রানের নিচে চাপা পড়া বাংলাদেশের প্রয়োজনের সময় জ্বলে উঠলেন নিজের ২০তম টেস্টে খেলা এই উদ্বোধনী ব্যাটসম্যান।

২০১১ সালের পর থেকে টেস্ট দলে উপেক্ষিত ছিলেন ইমরুল। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে আবার টেস্ট দলে ফিরেন তিনি। সেই ম্যাচেই প্রথম টেস্ট শতক পেয়ে যান এই বাঁহাতি ব্যাটসম্যান।

ওয়স্ট ইন্ডিজ সফরে ভালো করতে পারেননি ইমরুল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে পরের টেস্টেই আবার তিন অঙ্কে পৌঁছান তিনি।

পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম ইনিংসেও ৫১ রানের একটি ইনিংস খেলেন ইমরুল। দুইবার জীবন পেয়েও সেবার সুযোগ কাজে লাগাতে পারেননি। কিন্তু শুক্রবার আর কোনো ভুল করেননি তিনি, এবার ঠিকই তিন অঙ্কে পৌঁছান ইমরুল।

দিনশেষে ক্যারিয়ার সেরা ১৩২ রানে অপরাজিত আছেন ইমরুল।  ১৮৫ বলের  ইনিংসে ১৫টি চার ও তিনটি ছক্কা মেরেছেন টেস্টে ফর্মে থাকা এই ক্রিকেটার।

টেস্ট দলে ফেরার পর এখন আরও পরিণত হয়েছেন ইমরুল। এই সংস্করণে তার তিন শতকের সবকটিই এল শেষ চার টেস্টে।