কলকাতার বিপক্ষে চেন্নাইয়ের নাটকীয় জয়

শেষ বলে গড়ানো ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও ডোয়াইন ব্রাভোর দারুণ বোলিংয়ে ২ রানে হেরে যায় শাহরুখ খানের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 06:53 PM
Updated : 28 April 2015, 06:53 PM

মঙ্গলবার চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে ডোয়াইন স্মিথ (২৫) আর ব্রেন্ডন ম্যাককালামের (১৯) ২৮ বলে ৪২ রানের উদ্বোধনী জুটির পরও পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৩৪ রান তুলতে পারে চেন্নাই। 
 
২৯ বলে সর্বোচ্চ ২৯ রান করেন ফাফ দু প্লেসিস।
 
ছোটো লক্ষ্য তাড়া করতে গিয়ে দ্বিতীয় বলেই গৌতম গম্ভিরকে হারালেও রবিন উথাপ্পা আর মনিশ পান্ডের ৫১ রানের জুটিতে জয়ের পথেই ছিল কলকাতা। কিন্তু ষষ্ঠ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে উথাপ্পার (১৭ বলে ৩৯) বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথিরা।  
 
শেষ ওভারে জয়ের জন্য কলকাতার দরকার ছিল ১৭ রান। ব্রাভোর করা প্রথম তিনটি বলে কোনো রান নিতে পারেননি রায়ান ডেন ডেসকাটে। পরের তিন বলে একটি ছক্কা আর দুটি চার মারলেও ২ রানের হার মেনে নিতে হয় কলকাতাকে।
 
২৮ বলে ৩৮ রান নিয়ে অপরাজিত থাকেন ডেসকাটে। ম্যাচসেরা ব্রাভো ২২ রানে নেন ৩টি উইকেট।
 
৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে আইপিএলের অষ্টম আসরে সবার উপরে উঠে এল চেন্নাই। সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে কলকাতা।