নিজেকেই দুষলেন মুমিনুল

দিনের খেলার একেবারে শেষ মুহূর্তে আউট হওয়ায় নিজেকেই দুষলেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2015, 01:17 PM
Updated : 28 April 2015, 02:52 PM

মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে ৪ উইকেটে ২৩৬ রান করে বাংলাদেশ। শেষ ওভারের জুলফিকার বাবরের পঞ্চম বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুমিনুল। সেখানেই দিনের খেলার সমাপ্তি হয়।

খেলা শেষে সংবাদ সম্মেলনে স্বাগতিক দলের প্রতিনিধি হয়ে এসে দিনের একদম শেষ সময়ে আউটের জন্য হতাশা প্রকাশ করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

“যদি আমার উইকেটটা না যেত, আমরা ভালো অবস্থানেই থাকতাম। তারপরও আমি মনে করি, এখনও আমরা ভালো অবস্থানে আছি। এই অবস্থায় আমাদের একটা উইকেট হারানো ছিল ওদের জন্য বোনাস।”

৮০ রানের চমৎকার এক ইনিংস খেলেন মুমিনুল। শতক না পাওয়ার হতাশার কথা জানিয়ে নিজের সমালোচনাই করেন এই তরুণ। 

“আমার মনে হয়, এই বলটা আমি খুব বাজে খেলেছি। হয়তো আমি একটু অমনোযোগী ছিলাম, তাই আউট হয়ে গেছি।”

সারা দিন ধরে ভালো লাইন-লেন্থে বল করে যাওয়ায় পাকিস্তানের বোলারদের প্রশংসা করেন মুমিনুল। ওভার প্রতি মাত্র ২.৬২ করে রান দেন অতিথি বোলাররা।

“আমার কাছে ওদের সবাইকেই কঠিন মনে হয়েছে। ওরা খুব ভাল জায়গায় বল করেছে। খারাপ বল খুব কমই দিয়েছে।”