পরিসংখ্যানে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের সাফল্য খুবই কম। আর বিশ্বকাপের মঞ্চে তো প্রোটিয়াদের কখনই হারাতে পারেনি দক্ষিণ এশিয়ার দেশটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2015, 04:45 PM
Updated : 6 March 2015, 04:45 PM

অকল্যান্ডের ইডেন পার্কে শনিবার মুখোমুখি হবে দল দুটি। পুল 'বি'-এর ম্যাচটির আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান।

* বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনবার খেলে কখনই জিততে পারেনি পাকিস্তান। ১৯৯২, ১৯৯৬ ও ১৯৯৯ সালের বিশ্বকাপে তিনটি ম্যাচেই জেতে প্রোটিয়ারা।

* ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক ছুঁতে মাত্র ৭ রান দরকার মিসবাহ-উল-হকের। আর ৫ উইকেট পেলে ৪০০ উইকেট পূর্ণ হবে শহীদ আফ্রিদির।   

* এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে এবি ডি ভিলিয়ার্স (১ হাজার ৩৪৬) সর্বোচ্চ রান সংগ্রহকারী।

* কমপক্ষে ২০টি ইনিংস খেলা ম্যাচে অধিনায়ক হিসেবে এবি ডি ভিলিয়ার্সের রানের গড় সবচেয়ে বেশি; তার গড় ৬৭.৬।

* ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার বিপক্ষে ৯৩ বল করে তাকে মোট পাঁচবার আউট করেছেন মোহাম্মদ ইরফান, তাতে মোট ৬৯ রান খরচ হয় পাকিস্তানের এই পেসারের। ওয়ানডেতে আর কেউ আমলাকে তিনবারের বেশি আউট করতে পারেনি। 

মুখোমুখি

 

পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা

ম্যাচ

৭১

৭১

জয়

২৩

৪৭

হার

৪৭

২৩

টাই

পরিত্যক্ত

জয়%

৩২.৯

৬৭.১

বিশ্বকাপে মুখোমুখি

 

পাকিস্তান

দক্ষিণ আফ্রিকা

ম্যাচ

জয়

হার

টাই

পরিত্যক্ত

জয়%

০.০

১০০.০