করুনারত্নের বিশ্বকাপ শেষ

চোট যেন পিছু ছাড়ছে না শ্রীলঙ্কা দলকে। জিবন মেন্ডিস ও রঙ্গনা হেরাথের পর এশিয়ার দলটিতে আবার হানা দিয়েছে চোট। এবার হাতের আঙুলে চোট পেয়েছেন দিমুথ করুণারত্নে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 05:03 PM
Updated : 6 March 2015, 07:45 AM

শ্রীলঙ্কার নির্বাচক কমিটির প্রধান সনাথ জয়াসুরিয়া বৃহস্পতিবার জানান, অনুশীলন করতে গিয়ে বাঁ-হাতের কনিষ্ঠা আঙুলে চোট পান করুনারত্নে। এক্স-রে প্রতিবেদন থেকে জানা যায় তার আঙুলের হারে চিড় ধরেছে। 
 
এই ব্যাটসম্যানকে দেশে ফেরত পাঠানোর কথা উল্লেখ করে জয়াসুরিয়া জানান, আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে এরই মধ্যে তার বিকল্প চেয়ে আবেদন করা হয়েছে। এই ব্যাটসম্যানের বদলে লেগস্পিনার সেকুগে প্রসন্নকে দলে নিতে চায় দেশটি।
 
করুনারত্নের চোট নিয়ে জয়াসুরিয়া বলেন, "তাকে অস্ত্রোপচার করাতে হবে এবং চার সপ্তাহের জন্য বাইরে থাকতে হবে। সে বাড়ি ফিরে যাবে।"
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় রঙ্গনা হেরাথ তার বাঁহাতের তর্জনীতে চোট পান। বাঁহাতি এই স্পিনারের আগামী রোববার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা নিয়ে সংশয় আছে।

আর জিবন মেন্ডিস পড়েন হ্যামস্ট্রিংয়ের চোটে।