পরিসংখ্যানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

বিশ্বকাপের মঞ্চে অষ্টমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আগের সাতবারের লড়াইয়ে চারটিতে জিতে এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি। তাই এবার জিতে মুখোমুখি লড়াইয়ে সমতায় থাকার পাশাপাশি শেষ আটে ওঠার সম্ভাবনা বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে ক্যারিবীয়দের সামনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 03:41 PM
Updated : 5 March 2015, 03:43 PM

শুক্রবার পার্থের ওয়াকায় বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি। পুল 'বি'-এর ম্যাচটির আগে দেখে নেয়া যাক দল দুটির আরও কিছু পরিসংখ্যান:

* বিশ্বকাপে আগের সাতবারের মুখোমুখি লড়াইয়ে ভারত জিতেছে, ৪ বার, আর ওয়েস্ট ইন্ডিজের জয় ৩টি।  

* পার্থে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দল দুটি। ১৯৯১ সালে টাই হওয়া ম্যাচটিতে দুই দলই ১২৬ রানে অলআউট হয়ে যায়। দুই দলের মধ্যে সেটাই একমাত্র 'টাই' ম্যাচ। 

* এবারের বিশ্বকাপে এ পর্যন্ত ১৭টি ছক্কা মেরেছেন ক্রিস গেইল। আর দুটি ছক্কা মারলে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়বেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। ২০০৭ বিশ্বকাপে ১৮টি ছক্কা মেরে রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেইডেন।

মুখোমুখি:

 

ভারত

ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ

১১৫

১১৫

জয়

৫২

৬০

হার

৬০

৫২

টাই

পরিত্যক্ত

জয়%

৪৬.০

৫৩.০

বিশ্বকাপে মুখোমুখি:

 

ভারত

ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচ

জয়

হার

টাই

পরিত্যক্ত

জয়%

৫৭.০

৪৩.০