গেইলকে ফেরানোর চ্যালেঞ্জ অশ্বিনের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ভারত দলে চলছে ক্রিস গেইলকে থামানোর পরিকল্পনা। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন গেইলকে অল্পতেই ফেরানোর চ্যালেঞ্জটা নেওয়ার কথা জানিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 01:31 PM
Updated : 5 March 2015, 03:34 PM

অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ম্যাচটি শুক্রবার শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায়।

এই ম্যাচের আগে সবচেয়ে বেশি কথা হচ্ছে গেইলকে নিয়েই। ওয়েস্ট ইন্ডিজের এই উদ্বোধনী ব্যাটসম্যান জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে তোলেন ২১৫ রান। বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম দ্বিশতক।

মারকুটে গেইলকে শুরুতে না থামাতে পারলে যে কোনো দলেরই বিপদ হতে পারে। ম্যাচের আগে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে অশ্বিন জানান, বিপজ্জনক এই ব্যাটসম্যানকে দ্রুত ফেরাতে চান তিনি।

"যাকে বিপজ্জনক ভাবি আমি সেই ব্যাটসম্যানের উইকেট নিতে উন্মুখ থাকি। কারণ, এটা আমি পছন্দ করি।"

গেইলকে থামাতে বিশেষ কোনো পরিকল্পনা নেই অশ্বিনের। তার পছন্দের দিকটায় আঁটসাঁট ফিল্ডিং সাজিয়ে তার রানের গতি কমিয়ে দিতে চান ভারতের এই বোলার। রানের জন্য মরিয়া গেইল বেশি শট খেলেই আউট হয়ে যেতে পারেন বলে মনে করেন তিনি।