কোহলিদের বিরুদ্ধে পরিকল্পনা মাঠেই দেখাবে উইন্ডিজ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটিকে অনেকেই দেখছেন ব্যাট আর বলের লড়াই হিসাবে। ভারতের অসাধারণ ব্যাটিং লাইনআপকে থামাতে কী পরিকল্পনা করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ও ফাস্ট বোলার জ্যাসন হোল্ডার? এটা মাঠেই সবাই দেখবে বলে জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 02:09 PM
Updated : 5 March 2015, 02:11 PM

ভারতের ব্যাটিংয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের প্রসঙ্গটি বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ওঠে। এর উত্তরে প্রথমে মহেন্দ্র সিং ধোনির দলের ব্যাটিংয়ের প্রশংসা করেন হোল্ডার।

"অবশ্যই তাদের খুব ভালো খেলোয়াড় (ব্যাটসম্যান) আছে এবং তারা ফর্মেও রয়েছে।"

ভারতের ব্যাটসম্যানদের প্রশংসা করতে গিয়ে বিশেষ করে বিরাট কোহলির কথা বলেন হোল্ডার। এ ছাড়া তিনি শিখর ধাওয়ান, সুরেশ রায়না ও ধোনির ব্যাটিংয়ের কথা বিশেষ করে বলেন।

দুর্দম্য এই ব্যাটিং লাইনআপ সামলাতে বিশেষ পরিকল্পনা আছে ওয়েস্ট ইন্ডিজের। সেই পরিকল্পনা দিয়ে তারা ভারতকে পেছনে ফেলতে পারবে বলেই বিশ্বাস হোল্ডারের। তবে পরিকল্পনাটা যে কী, সেটা এখনই জানাচ্ছেন না হোল্ডার।

"আপনি জানেন, ক্রিকেট একদিনের খেলা এবং আমার বোলাররা তাদের পরিকল্পনা কাজে লাগাবে বলেই আমি মনে করি। …আমরা তাদের জন্য পরিকল্পনা করেছি এবং আমরা আগামীকাল (শুক্রবার) আমাদের পরিকল্পনা কাজে লাগানোর জন্য উন্মুখ হয়ে আছি।"