রানের পাহাড়ে চাপা ঢাকা বিভাগ

সিলেট বিভাগের গড়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিপদে পড়েছে শিরোপাধারী ঢাকা বিভাগ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2015, 11:28 AM
Updated : 17 Feb 2015, 11:28 AM

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা শেষে ঢাকার সংগ্রহ ২ উইকেটে ৫৩ রান। এখনো ৪৪৭ রানে পিছিয়ে আছে তারা।

৫ রান করে ফিরে যান দারুণ ছন্দে থাকা রনি তালুকদার। মাত্র ৩ রান আসে নাসিরুদ্দিন ফারুকের ব্যাট থেকে।

আব্দুল মজিদ ৩৩ ও রকিবুল হাসান ৮ রানে ব্যাট করছেন।

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৩ উইকেটে ২৯১ রান নিয়ে খেলা শুরু করে সিলেট। অলআউট হওয়ার আগে ৫০০ রান করে তারা।

রাজিনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৮১ রান। তার ৩৫৩ বলের ইনিংসটি ২০টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। কাপালী করেন ১৭৫ রান। তার ৩৩৯ বলের ইনিংসটি গড়া ১৯টি চারে গড়া।

চতুর্থ উইকেটে ৩৪৮ রানের জুটি গড়েন এই দুই জনে।  

১০৯ রানে ৫ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার মোশাররফ হোসেন। এছাড়া দুটি করে উইকেট নেন শাহাদাত হোসেন ও মোহাম্মদ শরীফ।