অস্ট্রেলিয়ার বর্ষসেরার পুরস্কারে স্মিথের জয়জয়কার

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার 'অ্যালান বোর্ডার মেডেল' জিতেছেন স্টিভেন স্মিথ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 12:48 PM
Updated : 27 Jan 2015, 12:48 PM

বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মাইকেল ক্লার্কের অনুপস্থিতে অধিনায়কত্ব পাওয়া স্মিথ।

অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে একই বছরে তিনটি পুরস্কার জিতলেন স্মিথ। এর আগে ২০০৭ সালে রিকি পন্টিং এবং ২০১১ সালে শেন ওয়াটসন এই কীর্তি গড়েন।

বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে ব্যাট হাতে বছর জুড়ে দারুণ নৈপুণ্য দেখানো স্মিথের বলতে গেলে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ২৪৩ ভোট পেয়ে তিনি পেছনে ফেলেন ডেভিড ওয়ার্নার (১৭৫) ও গত বছরের সেরা মিচেল জনসনকে (১২৬)।

গত বছর টেস্টে ৫টি শতকসহ ৮১.৮৫ গড়ে ১ হাজার ১৪৬ রান করা স্মিথ সেরার পুরস্কার পেয়ে দারুণ খুশি। ওয়ানডেতে ২টি শতকসহ ৫৪১ রান করেন তিনি।
চমৎকার অনুভূতির কথা জানাতে স্মিথ বলেন, “শিশুকালে আমি অ্যালান বোর্ডার মেডেল দেওয়ার অনুষ্ঠান দেখতাম এবং আমার শৈশবের তারকাদের টিভির পর্দায় এই পুরস্কার নিতে দেখতাম।”
টি-টোয়েন্টির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আর উঠতি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন শন অ্যাবট।