সৌম্য, রিয়াদের নৈপুণ্যে রূপগঞ্জকে হারাল প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম দেখায় লেজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গতবারের চ্যাম্পিয়নদের সুপার লিগেও হারিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে গেল তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2014, 10:48 AM
Updated : 24 Dec 2014, 10:48 AM

বুধবার রূপগঞ্জকে ৮৪ রানে হারানোয় প্রাইম ব্যাংকের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০। আর হেরে যাওয়া রূপগঞ্জের পয়েন্ট থাকল ১৪-ই।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৪ রান করে প্রাইম ব্যাংক।

দলকে বড় সংগ্রহ এনে দেয়ায় বড় অবদান রাখেন অর্ধশতক পাওয়া সৌম্য সরকার (৮১), থিলিনা কান্দাম্বি (৭১) ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ (৫২)।

ম্যাচ সেরা সৌম্যর সঙ্গে ৮২ রানের উদ্বোধনী জুটি উপহার দেয়ার পথে সৈকত আলী করেন ৪২ রান। শেষ দিকে মাত্র ১৪ বলে ২৯ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন তাইবুর পারভেজ।

রূপগঞ্জের শরীফ উল্লাহ ও আশহার জাইদি দুটি করে উইকেট নেন।

জবাবে ৪৩ ওভারে ২২০ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ।

সর্বোচ্চ ৭২ রান করেন তিন নম্বরে নামা অলরাউন্ডার আবুল হাসান। এছাড়া জাইদি ৪১ ও সাকিব আল হাসান ৩১ রান করেন।

রূপগঞ্জের আর কেউ ভালো করতে না পারায় বড় হার এড়াতে পারেনি দলটি।

প্রাইম ব্যাংকের ফরহাদ রেজা ৩ উইকেট নেন ৪৬ রানে। এছাড়া সৌম্য ও শুভাগত হোম চৌধুরী দুটি করে উইকেট নেন।