দক্ষিণ আফ্রিকা টেস্ট দলে রুশো

চোটে পড়া কুইন্টন ডি ককের জায়গায় দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ডাক পেয়েছেন রিলি রুশো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2014, 12:24 PM
Updated : 22 Dec 2014, 12:24 PM

গোড়ালির গাটের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজের বাকি দুই টেস্ট খেলা হবে না ডি ককের।

পঁচিশ বছর বয়সী ব্যাটসম্যান রুশো টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন। গত অগাস্টে ওয়ানডে অভিষেকের পর এ পর্যন্ত খেলা নয় ম্যাচে ১৪৫ রান করেন তিনি। তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন রুশো।

প্রথম শ্রেণির ক্রিকেটে রুশো ৪৪.৬৩ গড়ে ৫ হাজার ৪৭০ রান তুলেছেন।

অবশ্য পোর্ট এলিজাবেথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের টেস্টে রুশোর অভিষেক হওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। এই বাঁ-হাতি ব্যাটসম্যান নিজেও আঙুলের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন।

শুক্রবার পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্টে ‍মুখোমুখি হবে। এ ম্যাচে রুশোর বদলে টেম্বা বাভুমার অভিষেক হওয়ার সম্ভাবনা বেশি।