শিরোপা লড়াই জমিয়ে তুলল আবাহনী

প্রাইম ব্যাংককে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা লড়াই জমিয়ে তুলল আবাহনী লিমিটেড। লিগের শেষ রাউন্ডে ৩৩ রানে জিতে সুপার সিক্সে পৌঁছেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2014, 02:26 PM
Updated : 15 Dec 2014, 02:26 PM

১১ রাউন্ড শেষে এই দুই দলেরই পয়েন্ট সমান ১৮।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কুয়াশার কারণে ম্যাচটি ৪৩ ওভারে নেমে আসে।

টস হেরে ব্যাট করতে নেমে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আবাহনী। শেষ পর্যন্ত আব্দুল মজিদের অর্ধশতকে ৪১.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৬৯ রান করে দলটি।

১০২ বলে ৪টি চারের সাহায্যে ৫৮ রান করেন মজিদ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা।

প্রাইম ব্যাংকের পক্ষে ৩টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রাইম ব্যাংকের শুরুটাও ভালো হয়নি; ৫৯ রানে ৪ উইকেট হারায় তারা। তবে অধিনায়ক মাহমুদুল্লাহর অর্ধশতকে জয়ের স্বপ্ন দেখছিল দলটি। কিন্তু শেষ দিকে আবার ব্যাটিং বিপর্যয়ে ৩৯.২ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

শেষ ২৩ রানে ৫ উইকেট হারায় প্রাইম ব্যাংক।

৭৯ বলে একটি চার ও ২টি ছক্কায় ৫১ রান করেন মাহমুদুল্লাহ।

আবাহনীর সাকলাইন সজীব ও আল-আমিন হোসেন জুনিয়র ৩টি করে উইকেট নেন।