বোলারদের দিকে তাকিয়ে জিম্বাবুয়ে

ব্যাটিং ব্যর্থতায় অস্বস্তিতে থাকা জিম্বাবুয়ে লড়াইয়ে থাকতে তাকিয়ে আছে বোলারদের দিকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 02:33 PM
Updated : 25 Oct 2014, 02:33 PM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৪০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান।

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের উদ্বোধনী ব্যাটসম্যান সিকান্দার রাজা বলেন, “সাম্প্রতিক সময়ে আমাদের বোলিং বিভাগ খুব ভালো করেছে। ওদের ওপর আমাদের আস্থা রয়েছে। আশা করছি লিড নেয়ার আগেই ওরা বাংলাদেশকে অলআউট করতে পারবে।”

এক সময়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৯২ রান। সেখান থেকে মাত্র ৪৮ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারানোয় আড়াইশ’ পার করতে পারেনি দলটি।

“স্কোর বোর্ডে যা আছে আমরা পরিবর্তন করতে পারবো না। তবে বোলিং কেমন করবো সেটা আমরা পরিবর্তন করতে পারি।”

জিম্বাবুয়ের প্রথম আট ব্যাটসম্যানের সাত জনই দুই অঙ্কে পৌঁছালেও রাজা ছাড়া আর কেউ অর্ধশতক পাননি। অর্ধশতকে পৌঁছেই আউট হয়ে হওয়ার দুঃখ ভুলতে পারছেন না তিনি।

“সেই সময়ে আউট হয়ে যাওয়াটা খুবই হতাশাজনক। আমরা কয়েকটি জুটি গড়ে তুলছিলাম, সেগুলো বড় করতে পারিনি। তবে আমার মনে সেই সময়ে আউট হয়ে যাওয়াটা আমার জন্য সবচেয়ে হতাশাজনক।”